ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোমাতেই থাকবেন অভিজ্ঞ টট্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৬
রোমাতেই থাকবেন অভিজ্ঞ টট্টি ফ্রান্সসিকো টট্টি-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারে ইতালিয়ান ক্লাব রোমাতেই একচেটিয়া খেলেছেন ফ্রান্সসিকো টট্টি। অন্য কোনো ক্লাবে কখনো যাওয়ার চিন্তাও করেননি এ অভিজ্ঞ মিডফিল্ডার।

আর এর সুফল নতুন মৌসুমের আগেই পেতে যাচ্ছেন তিনি। তাকে ধরে রাখছে ক্লাবটি। এমনটি নিশ্চিত করেন ক্লাব ডিরেক্টর মাউরো ব্লাডিসনি।

 

আল আহলি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্লাডিসনি জানান, ইতালিয়ান শহরের এই ক্লাবটিতেই থাকছেন দলটির আইকন তারকা টট্টি।

 

তিনি বলেন, ‘ফ্রান্সিসকো আনটাচঅ্যাবোল, সে একজন কিংবদন্তি। সে শুধুমাত্র রোমারই সেরা ফুটবলার নয়। পুরো বিশ্বে তার নাম-খ্যাতি রয়েছে। আর আগামীতে সে রোমার সঙ্গেই থাকছে। ’

১৯৯২ সালে রোমায় নাম লেখান টট্টি। আর এখন পর্যন্ত দলটির হয়ে ৬০১ ম্যাচ খেলে ২৪৮টি গোল করেছেন তিনি। ইতালির জার্সিগায়ে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছিলেন টট্টি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।