ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ইসকোর কুকুরের নাম ‘মেসি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
ইসকোর কুকুরের নাম ‘মেসি’

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মানেই আলোচনা-সমালোচনার ঝড়। প্রতিদ্বন্দ্বিতার নিরিখেও দুটি দল পরস্পরের শত্রু।

মাঠের পারফর্মের পাশাপাশি বার্সার সেরা তারকা লিওনেল মেসি আর রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত পারফর্মেও বারবার শত্রুতার উত্তাপ মেলে।

 

সেই শত্রুতারই বহিঃপ্রকাশ ঘটাতে কি ভিন্ন উপায় বেছে নিয়েছেন রিয়ালের স্প্যানিশ তারকা ইসকো?

মাদ্রিদ তারকা তার পোষা কুকুরের নাম রেখেছেন মেসি!

তবে, শত্রুতা শুধুই খেলার মাঠে-এমনটি জানিয়েছেন রিয়াল তারকা ইসকো। তিনি জানান, আমার বাবা এবং ভাই আমাদের প্রিয় কুকুরটির নাম রেখেছেন মেসি। আইডিয়াটি আমার থেকে তাদেরই বেশি। তারাই এর নামকরণ করেছে ‘মেসি’।

রিয়াল ফুটবল ভক্তদের কাছে ‘মেসি’ যে অপ্রিয় এক নাম সে বিষয়ে কোন সন্দেহ নেই। আর্জেন্টাইন খুদে জাদুকরের কারণে বহুবার কাঁদতে হয়েছে রিয়ালের ফুটবল প্রেমীদের। বার্সা টানা দ্বিতীয়বার রিয়ালকে হটিয়ে লিগের শিরোপা জিতেছে। এবারে মাত্র এক পয়েন্টের জন্য কাতালানদের কাছে শিরোপা হারাতে হয় ইসকো-রোনালদোদের।

ইসকো আরও জানান, আমি ‘মেসি’কে (তার পোষা কুকুর) নিয়ে স্পেনের রাস্তায় আর বের হবো না। চিন্তা করুন আমার কুকুরকে সবাই মেসি বলে ডাকছে! এই নামটি স্পেনের রাস্তায় মোটেই স্বস্তিদায়ক নয়। এটা নিরাপদও হবেনা।

তবে, আর্জেন্টাইন দলপতি মেসির নামের সঙ্গে তার পোষা কুকুরের নামটির মিল কেন রয়েছে সেটি ২০১৩ সালেই পরিস্কার করেছিলেন ইসকো। সে সময় তিনি জানিয়েছিলেন, ‘আমি মেসির বড় ভক্ত। আমার প্রিয় কুকুরটিরও বড় ভক্ত আমি। লিও যেমন বিশ্বসেরা, আমার কাছে মনে হয় আমার কুকুরটিও বিশ্বসেরা। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।