ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

‘ডাবল’ জয়ের মিশনে ‍মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
‘ডাবল’ জয়ের মিশনে ‍মাঠে নামছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: গত সপ্তাহেই বার্সেলোনা ও সেভিয়া দু’দলই শিরোপা উল্লাসে মাতে। এবার কোপা দেল রের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে লা লিগা ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।

এ মৌসুমে দু’দলেরই এটি শেষ অফিসিয়াল ম্যাচ। যারা আবার ৯ গোলের রোমাঞ্চকর উয়েফা সুপার কাপ দিয়ে মৌসুম শুরু করেছিল।

রোববার (২২ মে) অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু ভিসেন্তে কালদেরনে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায়। সরাসরি সম্প্রচার করবে ‘সনি ইএসপিএন’ চ্যানেল।

টানা দ্বিতীয়বারের মতো বার্সার সামনে ঘরোয়া ‘ডাবল’ জেতার হাতছানি! তবে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে হ্যাটট্রিক ইউরোপা লিগ জেতা সেভিয়া যে ছেড়ে কথা বলবে না তা আর বলার অপেক্ষা রাখে না!

গত বছরের আগস্টে সেভিয়ার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন বার্সা। ৪-৪ এ সমতা থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হয়। পেদ্রো রদ্রিগেজের গোলে রোমাঞ্চকর জয় পায় কাতালানরা।

লা লিগায়ও দু’দলের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকে। মৌসুমের প্রথম দেখায় সেভিয়ার মাঠে ২-১ গোলে হার মানেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচটি সমান ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় লুইস এনরিকের শিষ্যরা। তাই বলা যায়, কোপা দেল রের শিরোপার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই-ই হবে!

ইনজুরিতে ভোগা গোলরক্ষক ক্লদিও ব্রাভো ও উইঙ্গার সান্দ্রো রামিরেজের পূর্ণ ফিটনেস ঘোষণা করেছে বার্সা। যদিও মার্ক আন্দ্রে টার স্টেগেনের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। জার্মান গোলরক্ষক এই আসরে আগের সবকটি ম্যাচেই গোলবার সামলেছেন।

মুখোমুখি লড়াইয়ে সেভিয়ার চেয়ে এগিয়ে বার্সেলোনা। শেষ পাঁচবারের দেখায় তিনটিতে বার্সা ও এক ম্যাচে জয় পায় সেভিয়া। গত মৌসুমের ফিরতি পর্বের লিগ ম্যাচটি (১১ এপ্রিল, ২০১৫) ২-২ গোলে ড্র হয়েছিল। অন্যদিকে, নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তিন ম্যাচেই হারের মুখ দেখে সেভিয়া।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।