ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে রোনালদোর ম্যাসেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২২, ২০১৬
নেইমারকে রোনালদোর ম্যাসেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘হেডলাইন’ দেখে অনেক কিছুই ভাবতে পারেন! হ্যাঁ, ‘হোয়াটসঅ্যাপ’ থেকে নেইমারকে সত্যিই ম্যাসেজ পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তা সিআর সেভেন কেনই বা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তারকাকে ম্যাসেজ পাঠাতে গেলেন?

ঘটনাটা গত সপ্তাহের।

লা লিগায় মৌসুমের শেষ দিনে ভিন্ন ম্যাচে শিরোপা লড়াইয়ে নামে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিন্তু, রোনালদোর জোড়া গোলে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল কেবল শেষ পর্যন্ত লড়াই-ই করেছে কিন্তু তা কোনো কাজে আসেনি।

লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই শিরোপা উল্লাসে মাতে বার্সা। কাতালানদের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে মৌসুম শেষ করে গ্যালাকটিকোরা।

বার্সার লিগ শিরোপা নিশ্চিতের ঘণ্টাখানেক পরেই নাকি বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে অভিনন্দন জানিয়ে ম্যাসেজ পাঠান রোনালদো। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’র বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হচ্ছে।

জানা যায়, রোনালদোর কাছ থেকে এমন অপ্রত্যাশিত চমকের পর নেইমারও পাল্টা ধন্যবাদ জানাতে ভুল করেননি। সে যাই হোক, দু’দজন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেললেও একে অপরের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর মধ্য দিয়ে সেটিই স্পষ্ট হলো।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।