ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউ থেকে বরখাস্ত ফন গাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
ম্যানইউ থেকে বরখাস্ত ফন গাল ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের শিরোপা এনে দিয়েও শেষ রক্ষা হলো না! এতোদিন ধরে বাতাসে যে গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল সেটিই বাস্তবে রূপ নিল। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্তই হলেন লুইস ফন গাল।

তাই হোসে মরিনহোর রেড ডেভিলসদের কোচ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র! জানা যায়, খুব শিগগিরই ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’র সঙ্গে চুক্তির বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করবে ইংলিশ জায়ান্টরা।

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই চাকরি হারালেন ফন গাল। ২০১৪ ফুটবল বিশ্বকাপের পর তিন বছরের চুক্তিতে ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। কিন্তু এই দুই মৌসুমে ম্যানইউর লিগ শিরোপা পুনরুদ্ধারে ব্যর্থ হন ৬৪ বছর বয়সী এ অভিজ্ঞ ডাচ কোচ।

প্রথম মৌসুমে তার অধীনে লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করে ম্যানইউ। কিন্তু প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনক বিদায় নেন ওয়েইন রুনিরা। এবার তো ইউরোপ শ্রেষ্ঠত্বের পরবর্তী আসরে নাম লেখাতেই ব্যর্থ হয় রেড ডেভিলসরা। খেলতে হবে ইউরোপা লিগে। পঞ্চম স্থানে থেকে ইংলিশ লিগের ২০১৫-১৬ মৌসুম শেষ করে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা।

গত ২১ মে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ম্যানইউর কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ নেন ফন গাল। একই সঙ্গে এই ইভেন্টে ইংলিশ জায়ান্টদের শিরোপা খরাও ঘোঁচান তিনি।  সবশেষ ২০০৪ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে এফএ কাপের ট্রফি ঘরে তুলেছিল ম্যানইউ।

কিন্তু, ফন গাল বড্ড দেরিই করে ফেলেছেন! আগেই যে তার ওপর থেকে আস্থা হাঁরিয়ে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। বরখাস্তের ঘোষণার মধ্য দিয়ে তো সেটিই প্রমাণিত হলো।

এদিকে, একটি সূত্রমতে জানা যায়, মঙ্গলবার (২৪ মে) ম্যানইউর সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে দেখা করবেন মরিনহো। এরপরই নাকি পর্তুগিজ কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করবে ইংলিশ জায়ান্টরা। গত বছরের ডিসেম্বরে চেলসির কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মরিনহো। অথচ, তার কোচিংয়ে ২০১৪-১৫ মৌসুমে শিরোপা উল্লাসে মেতেছিল ব্লুজরা। এবার ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ম্যানইউর কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মরিনহো!

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।