ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

১০ জুন ফেডারেশন কাপ, ১৫ জুলাই প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
১০ জুন ফেডারেশন কাপ, ১৫ জুলাই প্রিমিয়ার লিগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ১৫ মে শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ। কিন্তু ক্লাবগুলোর অনাগ্রহের কারণে সেটি সম্ভব হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুন শুরু হবে ফেডারেশন কাপ।

 

এক দফা পেছানোর পর নতুন এই তারিখ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

 

খেলোয়াড় সংকটের কারণে ক্লাবগুলো ১৫ মে থেকে খেলতে অনাগ্রহ দেখায়। তাছাড়া, এশিয়া কাপের বাছাইপর্বের জন্য ক্যাম্পে রয়েছেন দেশসেরা ৩০ ফুটবলার।

এশিয়ান কাপের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে আগামী ০২ জুন প্রথম লেগে এবং ০৭ জুন ফিরতি লেগে মাঠে নামবে লাল-সবুজরা। প্রথম লেগের (অ্যাওয়ে) ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে আর ফিরতি লেগের (হোম) ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জাতীয় দলের এই ৩০ ফুটবলারকে ছাড়া ফেডারেশন কাপ খেলতে রাজি ছিল না ক্লাবগুলো। আর এ কারণেই ফেডারেশন কাপ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কমিটি।

এদিকে, ১০ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুর কথা থাকলেও সেটি স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক মাস পিছিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হবে ১৫ জুলাই।

এবারের ফেডারেশন কাপে ১০টি দল অংশ ‍নেবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে ভেন্যুতে অনুষ্ঠিত হবে পেশাদার লিগের ম্যাচ। নতুন ভেন্যু হিসেবে জামালপুরকে বিবেচনা করা হলেও লিগ কমিটি পরে এই ভেন্যুকে পেশাদার লিগের ম্যাচ থেকে বিরত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।