ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার ছাড়ার প্রশ্নে অনমনীয় নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বার্সার ছাড়ার প্রশ্নে অনমনীয় নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বোধ হয় এমন গুজব চলতেই থাকবে! নেইমারের ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন তো অনেকদিন ধরেই চলে আসছে। তবে ব্রাজিলিয়ান সেনসেশন তার অবস্থানে অনড়।

আবারো জোর গলায় বলেছেন, বার্সায় তিনি বেশ সুখেই আছেন।

সোমবার (২৩ মে) ভিসেন্তে কালদেরনে (অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু) কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে বার্সার ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। স্প্যানিশ জায়ান্টদের জার্সি গায়ে তিন মৌসুমে এটি তার অষ্টম শিরোপা।

সে যাই হোক, নেইমারের বার্সা ছাড়ার সম্ভাবনার গুজব যেন থামছেই ন! তার ওপর সামনেই তো সামার ট্রান্সফার উইন্ডো (গ্রীষ্মকালীন দলবদলের বাজার)। বার্সা-নেইমার চুক্তি নবায়ন হবে হবে করেও যে হচ্ছে না। যদিও স্প্যানিশ চ্যাম্পিয়নরা বরাবরের মতোই বলে আসছে, খুব শিগগিরই নাকি ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে নতুন চুক্তির কাজ সম্পন্ন করা হবে।

নেইমার নিজেও বার্সা ছাড়তে রাজি নন। সেই ইচ্ছাটাই তিনি ‍পুনর্ব্যক্ত করেছেন। ন্যু ক্যাম্পে সোমবার রাতে ঘরোয়া ‘ডাবল’ জয় উদযাপন করে টিম ‍বার্সা। সেখানেই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘এটা আমাদের জন্য একটা সেরা মৌসুম। এটা কঠিন ছিল, কারণ চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে আমরা বেশ কষ্ট পেয়েছিলাম। ’

‘কিন্তু অন্য দু’টি (লা লিগা, কোপা দেল রে) শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টাই করেছি ‍এবং তার জন্যই আজ আমরা এখানে। আমাদের সঙ্গে আরও এক বছর উদযাপন করার জন্য আপনাদের ধন্যবাদ। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এই ক্লাবে আমি সুখে আছি এবং আমি ‍বার্সার একটি অংশ। বার্সা এগিয়ে চলো এবং কাতালুনিয়া এগিয়ে চলো। ’-যোগ করেন নেইমার।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।