ঢাকা: দলবদলের বাজারে বিশ্বমানের খেলোয়াড়দের দলে ভেড়াতে উঠেপড়েই লাগে ইউরোপিয়ান জায়ন্টরা। এটাই তো স্বাভাবিক।
২০১৫-১৬ মৌসুমে মেসি-সুয়ারেজ-নেইমার তিনজন মিলে ১৩১টি গোল করেন। ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে ঘরোয়া ‘ডাবল’ (লা লিগা, কোপা দেল রে) জয়ের উল্লাসে মাতে টিম বার্সা।
কিন্তু, অনেকদিন থেকেই বার্সায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছে। যদিও ন্যু ক্যাম্পে সুখে আছেন বলেই নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সেনসেশন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু খবরে বলা হয়, আর্থিক কারণে দলের তিন সেরা ফরোয়ার্ডকে ধরে রাখতে সক্ষম হবে না বার্সা।
সে যাই হোক, এমন যুক্তির সঙ্গে একমত নন বার্সা প্রেসিডেন্ট। বরং তিনজনই বার্সার জার্সি গায়ে আরো দীর্ঘ সময় ধরে খেলবেন বলে আশাবাদী বার্তোমেউ। ফ্রেঞ্চ রেডিও স্টেশন ‘আরএমসি’কে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিব্যক্তিই প্রকাশ করেন তিনি।
মেসি, সুয়ারেজ কিংবা নেইমার তিনজনের কাউকে ছেড়ে দিয়ে নতুন কাউকে আনার বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বার্তোমেউ বলেন, ‘না, আমি মনে করি এটা অসম্ভব। আমাদের সব খেলোয়াড়ই ক্লাব ও এ শহরে খুব সুখি কারণ, এখানে থাকাটা খুবই আনন্দদায়ক। আমি ভীত নই কারণ সবাই সুখেই আছে, কেউই আমার কাছে ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেনি। ’
‘আমি মিডিয়ায় প্রকাশিত খবর পড়েছি। বিশ্বে অনেক ক্লাবই আছে বার্সার খেলোয়াড় চায়। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারা (মেসি, নেইমার, সুয়ারেজ) আমাকে বলেছে বার্সায় তারা বেশ ভালো আছে এবং পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ’-যোগ করেন বার্তেমেউ।
প্যারিসে মেসির অ্যাপার্টমেন্ট কেনার বিষয়টি বার্তোমেউকে অবগত করলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এ ব্যাপারটি জানি না! প্যারিস একটি সুন্দর শহর কিন্তু আমি তা জানি না। মেসি জানে প্যারিস খুবই মনোমুগ্ধকর শহর। এটা ভালো যে মেসি ছুটি কাটাতে প্যারিসে যায়, এটা ভালো!’
মেসির ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেন বার্তোমেউ, ‘মেসি কয়েক মাস আগেই বলেছে, ইউরোপে বার্সাই তার শেষ ক্লাব। সে বার্সার হয়ে ইউরোপে ক্যারিয়ার শেষ করতে চায়। ’
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমআরএম