ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ জয়ই সেরা সাফল্য: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
চ্যাম্পিয়নস লিগ জয়ই সেরা সাফল্য: রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারে, তবে এটি বার্সেলোনার ডাবল জয় থেকেও সেরা সাফল্য হবে। এমনটিই মনে করেন দলের মূল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী শনিবার ( ২৯ মে) মধ্যরাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর মুখোমুখি হবে রিয়াল। ইতালির ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৪ সালের ফাইনালে অতিরিক্ত সময়ে অ্যাতলেটিকোকে ৪-১ গোলে হারিয়েছিলো গ্যালাকটিকোরা।

এদিকে রোমাঞ্চকর এক মৌসুম শেষ করলো বার্সা। রিয়াল থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে লা লিগা যেতে দলটি। পরে কোপা দেল রে’তে অতিরিক্ত সময়ে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া ডাবল জয় করে লুইস এনরিক বাহিনী। তবে রোনালদো বিশ্বাস করেন আরও ভালো পথে এগুচ্ছে রিয়াল।

পর্তুজিগ অধিনায়ক রোনালদো বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের মুকুট পড়াটা হবে বার্সার ডাবল জয় থেকেও বেশি কিছু। ইউরোপিয়ান সেরা হওয়াটা স্বপ্ন পূরণ থেকেও অনেক বেশি। ’

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ২৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।