ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

কোপা আমেরিকার জন্য প্রস্তুত আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
কোপা আমেরিকার জন্য প্রস্তুত আলভেজ দানি আলভেজ-ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে জুনে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ আসরের জন্য নিজেকে প্রস্তুত বলে ঘোষণা করলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, পায়ের ইনজুরি নিয়ে টানা ছয় মাস খেলেছেন।

 

বুধবার লস অ্যাঞ্জেলসে ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন আলভেজ। যেখানে সেলেকাও ডাক্তার জানান বার্সা তারকা খেলার জন্য পুরোপুরি সুস্থ রয়েছেন।

আলভেজ বলেন, ‘আমি বর্তমানে দারুণ ফিট রয়েছি। চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে। আমি জানি এখানে সবার সেরাটা প্রয়োজন। আর পরিস্থিতি মোকাবেলা করে আমিও নিজের শতভাগ দিতে চাই। ’

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ২৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।