ঢাকা: তৃতীয়বারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি জায়ান্ট লিঁও। হাইভোল্টেজ ফাইনালে জার্মান জায়ান্ট উলফসবুর্গকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় লিঁও।
ফাইনালে মাঠে নামার আগে প্রতিশোধের একটা ব্যাপার ছিল লিঁওর সামনে। ২০১৩ নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উলফসবুর্গের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল লিঁও।
এর আগে ২০১১ ও ২০১২’র আসরে নারী চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতেছিল লিঁও। তবে, টানা তৃতীয় শিরোপা হাতছাড়া হয় উলফসবুর্গের বিপক্ষে ২০১৩’র আসরে হেরে গিয়ে। এবার প্রতিশোধ নিয়েই শিরোপা জিতলো ফরাসি ক্লাবটি।
মাপেই স্টেডিয়ামে ফাইনালে ম্যাচের শুরুতেই লিড নেয় লিঁও। ১২ মিনিটের মাথায় দলের সেরা তারকা আদা হেগেরবার্গ গোল করলে ১-০ তে এগিয়ে যায় ফরাসিরা। লিঁওতে নাম লিখিয়ে এটি ছিল হেগেরবার্গের ১৩তম গোল। প্রথমার্ধে এই স্কোরে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিঁও।
বিরতির পর ম্যাচের শেষ পর্যায়ে গোল খেয়ে বসে ফরাসি ক্লাবটি। জার্মানদের হয়ে ম্যাচের ৮৮ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান পপ। বাকি সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
তবে, অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ফ্রান্সের ক্লাবটি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর