ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডের জয়ের রাতে ডাচদের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
ইংল্যান্ডের জয়ের রাতে ডাচদের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো মিশনে নামার নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়েইন রুনিরা। প্রীতি ম্যাচ খেলেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (১০ জুন শুরু) প্রস্তুতি নিচ্ছে সব দল।

তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারালো ইংল্যান্ড।

ইংলিশদের জয়ের রাতে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস। রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করে। প্রসঙ্গত, আইরিশদের ইউরো নিশ্চিত হলেও আগেই বাছাইপর্ব থেকে ছিটকে পড়ে ডাচরা।

সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে তিন মিনিটেই ইংলিশদের লিড এনে দেন ম্যানইউর ১৮ বছর বয়সী স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুন করেন বদলি হিসেবে নামা রুনি। ৭৫ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে অস্ট্রেলিয়াকে একটি গোল (আত্মঘাতী) উপহার দেন ডিফেন্ডার এরিক ডায়ার। তবে শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।
জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো আয়ারল্যান্ড। নিজেদের মাঠে খেলা শুরুর ৩০ মিনিটে সাউদাম্পটন স্ট্রাইকার শ্যান লংয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ডাচদের সমতায় ফিরিয়ে দলের হার এড়ান ফরোয়ার্ড লুক ডি জং।

অন্যান্য প্রীতি ম্যাচের মধ্যে বেলারুশকে ৩-০ গোলে নদার্ন আয়ারল্যান্ড ও মলদোভাকে ১-০ গোলে হারায় ক্রোয়েশিয়া। একদিন আগের ম্যাচগুলোতে মালির বিপক্ষে ১-০ গোলে নাইজেরিয়া, স্লোভাকিয়াকে ৩-১ গোলে জর্জিয়া ও মাল্টাকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় চেক রিপাবলিক।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমঅারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।