ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

আমিরাতে খেলা হচ্ছে না বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আমিরাতে খেলা হচ্ছে না বাংলাদেশের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: এশিয়ান কাপের প্লে-অফের বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রীতিম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে, আপাতত কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলা হচ্ছে না লোডভিক ডি ক্রুইফের শিষ্যদের।

 

প্লে-অফে আগামী ০২ জুন প্রথম লেগে এবং ০৭ জুন ফিরতি লেগে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। প্রথম লেগের (অ্যাওয়ে) ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে আর ফিরতি লেগের (হোম) ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

প্রথম লেগের ম্যাচ খেলতে ২৯ মে তাজিকিস্তানের পথে রওনা দেবে ক্রুইফ শিষ্যরা।

তাজিকিস্তানে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

আরব আমিরাত ফুটবল ফেডারেশনকে একটি প্রীতিম্যাচ খেলার অনুরোধ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে, আমিরাতের ফুটবল ফেডারেশন থেকে বাফুফেকে জানানো হয় সময়ের অভাবে লাল-সবুজদের বিপক্ষে কোনো ম্যাচ খেলতে পারবে না দেশটি।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আরব আমিরাতের বিপক্ষে প্রীতিম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।  

তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে ০২ জুন বাংলাদেশ সময় রাত নয়টায়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ২৮ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।