ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

শেকৃবিতে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
শেকৃবিতে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

শনিবার (২৮ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

 

উদ্বোধনী ম্যাচে শেরেবাংলা হল এবং সিরাজ-উদ-দৌলা হল ১-১ গোলে খেলা ড্র করেছে।

টুর্নামেন্ট আয়োজক সূত্র জানা যায়, ছাত্রদের তিনটি হল এ টুর্নামেন্টে অংশ নেবে। এর মধ্যে বিজয়ী দু’টি দল ফাইনাল খেলবে।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্ট ও শরীর চর্চা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
জিসিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।