ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

জিদানকে বেকহামের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
জিদানকে বেকহামের শুভেচ্ছা জিনেদিন জিদান-ছবি:সংগৃহীত

ঢাকা: কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সফলতা দেখালেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে ৯৮’র বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ অধিনায়কের শিষ্যরা।

আর কিংবদন্তি এ তারকার এমন সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন আরেক তারকা ডেভিড বেকহাম।

 

চলতি মৌসুমের মাঝ থেকে রিয়ালের দায়িত্ব নেন জিদান। রাফায়েল বেনিতেজকে বরখাস্তের পর দলটির সাবেক তারকার ওপরই ভরসা রাখে লা গ্যালাকটিকোরা। আর তারই অধীনে মিলান ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলের জয় নিয়ে রেকর্ড ১১তম ট্রফির স্বাদ পায় দলটি।

এদিকে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও এক সময় রিয়ালে জিজুর সতীর্থ বেকহাম লিখেন, ‘আমার বন্ধু শুভেচ্ছা তোমাকে। এমন তারকার হাতেই শিরোপা মানায়...জয় মাদ্রিদের। ’

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।