ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

কোহলির বাজি জার্মানি, ক্রুসের উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ১২, ২০১৬
কোহলির বাজি জার্মানি, ক্রুসের উপহার

ঢাকা: গত ব্রাজিল বিশ্বকাপে টিম ইন্ডিয়ার টেস্ট দলপতি বিরাট কোহলির বাজি ছিল জার্মানিকে নিয়ে। এবার উইরোতেও পছন্দের দলকে এগিয়ে রাখছেন কোহলি।

ব্রাজিল বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় কোহলির বিশ্বাস ফ্রান্সের মাটিতেও ইউরো জিততে যাচ্ছে তার পছন্দের দলটি।

ফিলিপ লামের দারুণ ভক্ত কোহলি জানান, এবারের ইউরোতে আমি জার্মানিকেই সমর্থন করছি। তাদের প্রতিই পূর্ণ সমর্থন থাকবে আমার৷ কেননা, তারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দল৷

কোহলি নিজের টুইটারে জার্মানি দলের জার্সি গায়ে একটি ছবিও পোস্ট করেন। তার প্রিয় ‘১৮’ নম্বর জার্সি গায়ে ছবিটি দেখে জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস ভারতের টেস্ট অধিনায়ককে উপহার পাঠিয়েছেন।

রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস কোহলির জন্য টি-শার্ট উপহার পাঠিয়েছেন। এরপর নিজের টুইটারে তা নিশ্চিত করেন। ফিরতি উত্তরে কোহলি টনি ক্রুসকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ১২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।