ঢাকা: চিলির কোপা আমেরিকা জয়ী সাবেক কোচ জর্জ সাম্পাওলির পরবর্তী গন্তব্য হতে পারে স্পেন। বেশ কিছুদিন ধরেই সেভিয়াকে হ্যাটট্রিক ইউরোপা লিগ জেতানো ইউনাই এমেরির কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন চলছে।
এমেরির অধীনে ইউরোপিয়ান ফুটবলে অভূতপূর্ব সাফল্য পায় স্প্যানিশ ক্লাব সেভিয়া। এ নিয়ে টানা তিনবার তারা উয়েফা ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে। তবে এমেরি নিজেই সেভিয়া ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে জানা যায়।
ক্লাব কর্তপক্ষ এক ঘোষণায় নিশ্চিত করে, ২০১৬-১৭ মৌসুমে সেভিয়াতে থাকছেন না এমেরি। গুঞ্জন উঠছে, পিএসজিতে কোচ হিসেবে তার লঁরা ব্লাঁর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ফ্রেঞ্চ জায়ান্টরা এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সোমবার (১৩ জুন) সেভিয়ায় পা রাখার কথা সাম্পাওলির। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা শেষেই সবকিছু চূড়ান্ত হবে।
গত বছর সাম্পাওলির হাত ধরে প্রথমবারের কোপা আমেরিকার শিরোপা উল্লাসে মাতে চিলি। কিন্তু, এ বছরের জানুয়ারিতে চিলিয়ানদের কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই তিনি কোচিং পেশার বাইরে। এবার কী তবে স্প্যানিশ ক্লাব ফুটবলে সেভিয়ার কোচ হচ্ছেন সাম্পাওলি?
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ১৩,২০১৬
এমআরএম