ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের ইউরো যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের ইউরো যাত্রা শুরু ছবি:সংগৃহীত

ঢাকা: চলছে ইউরোপিয়ান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জমজমাট আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম স্পেন।

পাশাপাশি ১৫তম এ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে দেল বস্কের শিষ্যরা।

 

এবারের আসরে গ্রুপ ‘ডি’তে খেলবে স্পেন। সোমবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় চেক রিপাবলিকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লা রোজারা। তোউলোউসের স্টেডিয়াম মিউনিসিপালে মুখোমুখি হবে দু’দল।

স্পেন এবারের আসরের শুধুমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়নই নয়। একমাত্র দল হিসেবে পর পর দুটি ইউরো কাপ জয়ী দেশ তারা। ২০০৮ সালে জার্মানকে হারিয়ে ও ২০১২ সালে ইতালিকে হারিয়ে টানা দুটি শিরোপার উৎসবে মেতেছিল স্পেন। এর আগে ১৯৬৪ সালে ইউরোর দ্বিতীয় আসরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি ঘরে তুলেছিলো দলটি।

ইউরোতে যৌথভাবে সর্বোচ্চ তিনটি শিরোপার মালিক স্পেন। স্পেন ছাড়া একমাত্র দল হিসেবে জার্মান তিনবার চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল।

নিজেদের প্রথম ম্যাচে স্পেন নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবেই মাঠে নামছে। কারণ বর্তমান ফিফা ৠাংকিংয়ে লা রোজাদের অবস্থান ৬ নম্বর। অন্যদিকে চেক রিপাবলিক রয়েছে ৩০ নম্বরে।

তবে সম্প্রতি খুব একটা ভালো সময় কাটছে না স্পেনের। ইউরো শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্বল জর্জিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে অঘটনের জন্ম দেয় ইনিয়েস্তা-ক্যাসিয়াসরা। আর নিজেদের শেষ ৫ ম্যাচে জয় মাত্র ২টিতে। বাকি ২টি ম্যাচ ড্র করে তারা। অন্যদিকে চেকরা ২টি জয়ের বিপরীতে সমান ২টি ম্যাচে হেরেছে। ড্র করেছে একটিতে।

দু’দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে। যেখানে স্পেনই সফল। তিন জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে। আর ইউরো চ্যাম্পিয়নশিপে দুইবারের দেখায় শতভাগ সফলতা পেয়েছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্প্যানিশরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৩ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।