ঢাকা: আর্জেন্টাইন সমর্থকদের আশ্বস্তই করলেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকার বিশ্বাস, তার ক্লাব সতীর্থ লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন।
টানা তিনটি ফাইনালে হারটাই মেসির হৃদয় ভেঙে দিয়েছে! শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে চিলির কাছে টাইব্রেকারে স্বপ্নভঙ্গের পরপরই জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। গোটা ফুটবল বিশ্বেই যা ব্যাপক আলোড়ন তোলে।
মেসিকে ফেরাতে ইতোমধ্যেই মাঠে নেমেছেন দিয়েগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরি। শুধু তাই নয়, প্রিয় তারকার অভিমান ভাঙাতে বুয়েন্স আইরেসের রাস্তায় বিশাল র্যালির আয়োজন করছে তার লাখো সমর্থক।
বার্সেলোনায় এক সঙ্গে খেলার সুবাদে মেসিকে খুব ভালো করেই চেনেন সুয়ারেজ। তিনি নিশ্চিত করেই বলছেন, মেসি তার অবস্থান সরে আসবেন, ‘আমি নিশ্চিত যে, সে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে। কিন্তু যে সিদ্ধান্তই নিক না কেন মেসি সর্বকালের সেরা হিসেবেই থাকবে। ’
‘বিষন্নতা ও অসহায়ত্বের মুহূর্তে মেসি এমন কথা বলেছিল। তার অবসরে চলে যাওয়াটা হবে ফুটবলের জন্য লজ্জাজনক। কিন্তু আমি নিশ্চিত, সে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং মন পরিবর্তন করবে। এটা একটা কঠিন সময়। সবারই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং তাদেরকে সম্মান করা উচিৎ। ’-যোগ করেন সুয়ারেজ।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমআরএম