ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

এসি মিলানের নতুন কোচ মন্তেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসি মিলানের নতুন কোচ মন্তেলা ভিনসেনজো মন্তেলা-ছবি:সংগৃহীত

ঢাকা: ভিনসেনজো মন্তেলাকে দুই বছরের জন্য এসি মিলানের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি অন্তবর্তীকালীন কোচ ক্রিস্টিয়ান ব্রোচ্চির পর সাম্পদোরিয়ার দায়িত্ব পালন করেন।

তার অধীনে দলটি সিরিআ লিগে ১৫তম হয়েছিলো।

 

মন্তেলাকে কোচ নিয়োগের প্রসঙ্গে মিলানের এক বিবৃতিতে বলা হয়, ‘ভিনসেনজো মন্তেলা আমাদের নতুন কোচ, তার সঙ্গে আমাদের নতুন চুক্তি হয়েছে যা  ১ জুলাই থেকে কার্যকর হবে। ’

কিছুদিন আগে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির বেশিরভাগ মালিকানা কিনে নিয়েছে চাইনিজ একটি প্রতিষ্ঠান। আর তারা চাইছে মন্তেলাকে দিয়ে দলটির পুরোনো ইতিহাস ফেরাতে। গত সিরিআতে দলটি সপ্তম হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।