ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বড় প্রস্তাবে চাইনিজ ক্লাবে যাচ্ছেন হাল্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বড় প্রস্তাবে চাইনিজ ক্লাবে যাচ্ছেন হাল্ক ছবি:সংগৃহীত

ঢাকা: বড় অঙ্কের বিনিময়ে তারকা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে চাইনিজ ক্লাবগুলো। এবার এ তালিকায় যোগ দিতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের স্ট্রাইকার হাল্ক।

সাংহাই এসআইপিজিতে প্রায় ৪৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যাচ্ছেন তিনি।

 

হাল্কের এবারের চুক্তিটি হবে এশিয়ান রেকর্ড ট্রান্সফার ফি। এর আগে শাখতার দোনেস্ক থেকে ৩৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স টেইক্সিরা পাড়ি দিয়েছিলেন জিয়াঙ্গসু সুনিংয়ে।

হাল্ক বর্তমানে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটারর্সবার্গের হয়ে খেলেন। এ ক্লাবটির হয়ে তিনি ৯৭ ম্যাচে ৫৬টি গোল করেছিলেন। এছাড়া ২০১৪-১৫ মৌসুমে ১৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

২৯ বছর বয়সী এ তারকা ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১১টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।