ঢাকা: দিয়েগো ম্যারাডোনা মনেপ্রাণে চাইছেন, তার উত্তরসূরি লিওনেল মেসি অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসুক। এবার দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, মেসিকে যেন তারা একা থাকতে দেয়।
তিন বছরে টানা তিনটি ফাইনালে হারই মেসির হৃদয় ভেঙে দিয়েছে! শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে চিলির কাছে স্বপ্নভঙ্গ হওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন। এরপর মেসিতে ফেরাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ম্যারাডোনা থেকে শুরু করে তার অগণিত ভক্ত-সমর্থক আকুতি জানিয়ে আসছেন। রাজধানী বুয়েন্স আইরেসে তো মেসির জন্য লাখো সমর্থক বিশাল র্যালির আয়োজন করছে।
চিলির বিপক্ষে পেনাল্টি মিস করায় যারা মেসির সমালোচনা করেছেন তাদেরকে একহাত নেন ম্যারাডোনা। যারা একবারও ফুটবল টাচ না করেই মেসির খেলায় ভুল ধরেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর্জেন্টিনা হারলেও ‘লা রেড’ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে বিজয়ী হিসেবেই বিবেচনা করেন ম্যারাডোনা।
আর্জেন্টিনায় মেসি যেন ছুটি উপভোগ করতে পারে সেটিকেই বেশ গুরুত্ব দিয়ে দেখছেন ম্যারডোনা, ‘মেসিকে একাকী ছুটি কাটাতে দাও। আমাদেরকে এখন থেকে অবশ্যই একটি সমন্বিত আইডিয়া গড়ে তুলতে হবে। যদি মেসি বলে সে আর কিছু চায় না, তবে আমাদের আরেকটি টিম দাঁড় করানের বিকল্প নেই। ’
১৯৯৩ কোপা আমেরিকার পর বড় কোনো শিরোপা না জেতায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কড়া সমালোচনা করেন ম্যারাডোনা, ‘আমরা অবশ্যই কিছু ভুল করেছি কারণ এএফএ সঠিক পরিকল্পনার অভাব। আর্জেন্টাইন ফুটবলে এটা কীভাবে হয় এবং আমাদের এর জন্য মূল্য দিতে হবে। ’
আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ম্যারাডোনা। মেসি-ডি মারিয়াদের চেয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী টিমকে এগিয়ে রাখছেন, ‘আমরা চিলির বিপক্ষে খেলতে যায়নি। আমরা জার্মানিকে হারিয়েছিলাম। আমি কী বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি দলের সঙ্গে আরেকটির পার্থক্যের দিকটিই তুলে ধরলাম। ’
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআরএম