ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ইব্রার ম্যানইউতে যোগ দেওয়ার ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ইব্রার ম্যানইউতে যোগ দেওয়ার ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে পরবর্তী গন্তব্য হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিশ্চিত করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আবারো একত্রিত হচ্ছেন মরিনহো-ইব্রা।

যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে অফিসিয়াল ঘোষণা দেয়নি রেড ডেভিলসরা।

নিজের ইন্সটাগ্রাম পেজে ম্যানইউতে পাড়ি জমানোর ঘোষণা দেন ইব্রাহিমোভিচ। ম্যানইউর লোগো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিশ্বকে জানানোর সময় হয়েছে। আমার পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড। আমি আসছি। ’

গত মৌসুম শেষে চার বছরের পিএসজি অধ্যায়ের ইতি টানেন ইব্রাহিমোভিচ। ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে চারবারই লিগ শিরোপা উল্লাসে মেতেছিলেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। শেষ মৌসুমে ৩১ ম্যাচে ৩৮টি গোল করেন সুইডিশ তারকা।

কিন্তু দুর্দান্ত ফর্মে থেকেও দেশের জার্সি গায়ে ইউরো মিশনে ব্যর্থ হন ইব্রাহিমোভিচ। একরাশ হতাশা নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। গ্রুপ পর্ব থেকেই যে ছিটকে পড়ে সুইডিশরা। ভাবা যায়!

অতীতে বার্সেলোনা, এসি মিলান, আয়াক্স, ইন্টার মিলান ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। এবার মরিনহোর সঙ্গে তার পুনর্মিলন হতে যাচ্ছে। এর আগে ইন্টার মিলানে (২০০৮-০৯ মৌসুম) দু’জন গুরু-শিষ্য ভূমিকায় ছিলেন।

‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’র অধীনে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ম্যানইউতে যোগ দিচ্ছেন সুইডিশ আইকন। গত মাসেই ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন অাইভরিকোস্টের ২২ বছর বয়সী ডিফেন্ডার এরিক বেইলি।

প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার মধ্য দিয়ে ক্যারিয়ারের ভিন্ন ছয়টি ঘরোয়া লিগে খেলার স্বাদ নেবেন ইব্রাহিমোভিচ। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে কেবল জার্মানির বুন্দেসলিগাতেই তার খেলা হয়নি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।