ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার টার্গেট নোলিতোকে দলে টানলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
বার্সার টার্গেট নোলিতোকে দলে টানলো ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: এতোদিন ‍গুঞ্জন ছিল, বার্সেলোনায় যোগ দিতে পারেন নোলিতো। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।

তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। সম্প্রতি জাতীয় দলের হয়ে হতাশাজনক ইউরো অধ্যায় কাটিয়ে দেশে ফেরেন তিনি। ইতালির কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।

স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো থেকে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিয়েছেন নোলিতো। আগামী মৌসুমে স্বদেশী আলভারো নেগ্রেদোর ৯ নম্বর জার্সি গায়ে জড়াবেন, যিনি এখন ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন।

পেপ গার্দিওলার অধীনে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি জমিয়েছেন নোলিতো। এর আগে জার্মানির ইকাই গুন্ডোজান ও অস্ট্রেলিয়ান মিডফিল্ডার অ্যারন মুইকে দলে টানে ইংলিশ জায়ান্টরা।

এদিকে, ডিফেন্সের শক্তি বাড়াতে এভারটনের ইংলিশ সেন্টার ব্যাক জন স্টোন্সকে দলে পাওয়ার প্রত্যাশা করছে ম্যানসিটি। এর আগে অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে চুক্তি নবায়ন করায় ফ্রেঞ্চ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে হাতছাড়া করে ‍সিটিজেনরা।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।