ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে এমএ আজিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে এমএ আজিজ সৈয়দ শাহাব উদ্দিন শামীম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ফুটবলের মাঠে দর্শক ফেরাতেই এবার ভিন্ন কলেবরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। এই উদ্দেশ্যে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার (২০ জুলাই) বিকেলে আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

আর এই উদ্বোনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে দেশের ঘরোয়া ফুটবলের সব চাইতে মর্যাদার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসরের।

এদিকে, বিপিএলের আড়ম্বরপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আয়োজক কমিটি। বিপিএলর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা ব্যাপারে আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানালেন, ‘অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে শতভাগ। সেই উদ্দেশ্যে ইতোমধ্যেই মেয়রের সাথে দেখা করেছেন চট্টগ্রাম র‌্যাব, পুলিশ ও গোয়েন্দসহ নিরাপত্তা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম পুলিশ কমিশনার সকাল মাঠ ঘুড়ে গেছেন। ’

‘এছাড়া ডেপুটি পুলিশ কমিশনার ও এডিসি পদমর্যাদার তিন চারজন কর্মকর্তা প্রতি মুহূর্তেই এখানে ঘোরাঘুরি করছেন। মাঠে পাঁচটি র‌্যাবের দল থাকবে। প্রতিটি গেটেই নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাব। যারা মাঠে প্রবেশ করবে সবাইকেই নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হবে। ’-যোগ করেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্মরণকালের সেরা এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে বিকেল  চারটায়। পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। শিল্পিদের পারফরম্যান্স চলবে ৫টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত। ৬টা ৪০ থেকে ৭টা ২০ পর্যন্ত নামাজের বিরতি। নামাজের পর অনুষ্ঠিত হবে ফায়ার ওয়ার্কস।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বিপিএলের সত্বাধীকারী তরফদার রুহুল আমীন ও জেবি গ্রুপের চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে মূল পরিবেশনা করবেন মমতাজ ও এলআরবি। এছাড়াও থাকছেন লিজা ও মেহজাবিনসহ আরও অনেকে।

২৪ জুলাই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও উত্তর বারিধারার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২০ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

** 
সব চাইতে বড় আয়োজন দেখবে ফুটবল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।