ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্ব রেকর্ডেও পগবাকে দলে নিতে প্রস্তুত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বিশ্ব রেকর্ডেও পগবাকে দলে নিতে প্রস্তুত ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান সময়ে বিশ্বসেরা মিডফিল্ডারদের মধ্যে একজন পল পগবা। আর ইতোমধ্যে তাকে দলে ভেড়াতে টানাটানি শুরু হয়ে গেছে জায়ান্ট দলগুলোর মধ্যে।

তবে তরুণ এ তারকার জন্য একটু বেশিই উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাইতো ১১০ মিলিয়ন ইউরোতেও সই করাতে চাইছে তারা। জানিয়েছে ফুটবলের অনলাইন পোর্টাল গোলডটকম।

ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি পগবাকে পেতে জুভেন্টাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তারা ইতালিয়ান চ্যাম্পিয়নদের থেকে ফ্রান্স জাতীয় দলের এ তারকাকে রেড ডেভিলসে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেছে। পগবা নিজের ফুটবল ক্যারিয়ার ওল্ড ট্রাফোডেই শুরু করেছিলেন।

এদিকে পগবাকে দলে ভেড়াতে ম্যানইউ’র খরচ হবে ১১০ মিলিয়ন ইউরো। যা হবে ফুটবল বিশ্বের খেলোয়াড় ট্রান্সফারের ইতিহাসে বিশ্ব রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গ্যারেথ বেলের। তিনি ২০১৩ সালে টটেনহাম থেকে ১০০ মিলিয়নের বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছিলেন।

ম্যানইউ’র সঙ্গে পগবার চুক্তি হলে সেটি হবে পাঁচ বছরের। লুইস ফন গালের পরিবর্তে দলের কোচ হিসেবে হোসে মরিনহো এবারের বসের দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে তিনি এরিক বেইলি, হেনরিক মাখিতারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।