ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

সাবেক শিষ্যরা হারিয়ে দিল গার্দিওলাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
সাবেক শিষ্যরা হারিয়ে দিল গার্দিওলাকে ছবি:সংগৃহীত

ঢাকা: এ মাঠের সবই পরিচিত পেপ গার্দিওলার। এমনকি বিপক্ষের ফুটবলাররাও ক’দিন আগে তার প্রিয় শিষ্য ছিল।

তবে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বিপক্ষ হিসেবে নিজের প্রথম ম্যাচে হেরে বসলেন ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল সিটি।

নিয়তি এমনই, এক সময় এ মাঠের দর্শকরাই তাকে সবচেয়ে আপন মনে করতো। অথচ বুধবার রাতে ৬৮ হাজার সমর্থক হয়তো ঘরের মাঠের জয়েই আনন্দ পেল।

এ ম্যাচে স্বাগতিক দলের কোচ কার্লো আনচেলত্তি আবার ঘরের মাঠে নিজের প্রথম জয় পেলেন। প্রাক মৌসুম ম্যাচ হওয়ায় দু’দলেই ছিলেন না বেশ কয়েকজন তারকা ফুটবলার। তবে ম্যাচটি হয়েছে বেশ লড়াইয়ের।

প্রথমার্ধে কোন গোল না হয়নি। তবে দ্বিতীয়র্ধে বাভারিয়ানদের হয়ে খেলার ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন এরদাল ওজতুরক।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।