ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে পিএসজির প্রথম ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। নতুন কোচ ইউনাই এমেরি কঠোর পরিশ্রমেরই ইঙ্গিত দেন।

প্যারিস থেকে ১২ ঘণ্টার ফ্লাইট শেষে লস অ্যাঞ্জেলেসে এসে প্রথম দিনে ফিটনেস ট্রেনিং করে ফ্রেঞ্চ জায়ান্টরা।  

গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকায় ইনজুরির সঙ্গে লড়াই করেন অ্যাঞ্জেল ডি মারিয়া! ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন আর্জেন্টাইন তারকা। ক্লাব ফুটবলের ব্যস্ততা না থাকায় এতোদিন ছুটি কাটান। লম্বা বিরতির পর মাঠে ফিরেছেন ২৮ বছর বয়সী এ উইঙ্গার।

প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক প্রীতি ফুটবল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) অংশ নিচ্ছে পিএসজি। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও লিচেস্টার সিটি। রোববার (২৪ জুলাই) প্রথম ম্যাচে ইন্টারের মুখোমুখি হবেন ডি মারিয়ারা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

আগামী ১২ আগস্ট (রাত ১২টা) স্বাগতিক বাস্তিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ফরাসি চ্যাম্পিয়নরা। তার আগে সুপার কাপের শিরোপা লড়াইয়ে অলিম্পিক লিওনেইসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ৬ আগস্ট (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।