ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বরুশিয়ায় আরেক বিশ্বচ্যাম্পিয়ন আন্দ্রে শ্যুরল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বরুশিয়ায় আরেক বিশ্বচ্যাম্পিয়ন আন্দ্রে শ্যুরল

ঢাকা: জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখালেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফরোয়ার্ড আন্দ্রে শ্যুরল। উলফসবার্গ থেকে পাঁচ বছরের চুক্তিতে বরুশিয়ায় আসলেন এই জার্মান তারকা।

আগের দিনই আরেক জার্মান তারকা মারিও গোতজেকে দ্বিতীয় মেয়াদে দলে টানে বুরুশিয়া ডর্টমুন্ড। এর আগে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির জয়ের এই নায়ক বুরুশিয়া ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তিন মৌসুম কাটিয়ে সাবেক ক্লাবে ফিরে আসেন ২৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার গোতজে।

২৫ বছর বয়সী শ্যুরল বরুশিয়ার অফিসিয়াল ওয়েব পেজে জানান, ‘ইউরোপের সেরা একটি দল বরুশিয়া। তাদের দুর্দান্ত একটি স্কোয়াড রয়েছে। আমার অভিজ্ঞতা বলছে, বরুশিয়া কতটা শক্তিশালী দল। তাদের উন্নতি চোখে পড়ার মতো। ক্লাবটির সমর্থকরাও বেশ দারুণ। এই ক্লাবের জন্য আমি আমার অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিতে চাই। ’

তিনি আরও যোগ করেন, ‘আসন্ন মৌসুম থেকেই আমার মিশন শুরু হবে। আমি চাই ক্লাবকে আরও অনেক শিরোপা জেতাতে। ক্লাবের অনুশীলনে যোগ দিতে আর অপেক্ষা ভালো লাগছে না। খুব দ্রুতই সমর্থকদের মনে জায়গা করে নিতে চাই। ’

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জার্সিগায়ে শ্যুরল খেলেছেন ৫৫টি ম্যাচ। এর আগে জার্মানির ক্লাব মেইঞ্জ, বায়ার লেভারকুজেনের হয়ে মাঠ মাতিয়েছেন এই উইঙ্গার। ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট চেলসিতেও কাটিয়েছেন ২০১৩-১৫ মৌসুম পর্যন্ত। ২০১৫’তে উলফসবার্গের হয়ে নাম লেখান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।