ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মিউনিখ হামলায় শোকাহত বায়ার্ন-আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মিউনিখ হামলায় শোকাহত বায়ার্ন-আনচেলত্তি ছবি:সংগৃহীত

ঢাকা: জার্মানির শহর মিউনিখের একটি শপিংমলে সন্ত্রাসী হামলা হয়েছে। যেখানে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে।

আর শুক্রবারের এমন হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছে শহরটির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ ও কোচ কার্লো আনচেলত্তি।

ইতালিয়ান নাগরিক আনচেলত্তি এক বিবৃতিতে মিউনিখ হামলার ঘটনাটিকে ‘ধারণাতীত’ বলে জানিয়েছেন।

হামলার ঘটনায় পুলিশ নয় জনের মৃত্যুর খবর জানিয়েছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার পর শহরে মানুষের চলাচলের জন্য যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে পাবলিক প্লেসে যেন কেউ না যায়।

এদিকে বায়ার্ন নিজেদের টুইটারে লেখে, ‘মিউনিখের ঘটনায় আমরা শোকাহত, আর যারা হতাহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। নিরাপদে থাকুন। ’

শনিবার ল্যান্ডসাটে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বায়ার্নের। যা মিউনিখ থেকে ৪৫ কিলোমিটার দূরে। তবে খেলা পন্ড হওয়ার ভয়ে তারা ব্যাপারটি নিজেদের বিবৃতিতে জানায়নি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।