ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্র সফরে আর্সেনাল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
যুক্তরাষ্ট্র সফরে আর্সেনাল দল ঘোষণা ছবি:সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের এমএলএস অল-স্টারদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্সেনাল। বৃহস্পতিবার (২৮ জুলাই) সান হোসের আভায়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

দলে নেওয়া হয়েছে জার্মানিতে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের তারকা জিদিওন জেলালেমকে। মার্কিন এ মিডফিল্ডার সর্বশেষ ধারে রেনেগার্সে খেলেছিলেন। বড় তারকাদের মধ্যে এ ম্যাচে আরও থাকছেন পিতর চেক, সান্তি কাজোরলা, থিও ওয়ালকট ও জ্যাক উইলশেয়াররা।

গানারদের সেরা তারকাদের মধ্যে ছুটি কাটাচ্ছেন কোপা আমেরিকা জয়ী চিলি স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। এছাড়া মেসুত ওজিল ও অলিভার জিরুদ ইউরো ২০১৬’তে খেলে বিশ্রাম নিচ্ছেন।

আর্সেনালের স্কোয়াড (পরিবর্তন সাপেক্ষে)

গোলরক্ষক: পিতর চেক, এমিলিয়ানো মার্টিনেজ, ডেভিড ওসপিনা।

ডিফেন্ডার: হেক্টর বেলেরিন, ক্রায়াস্টিয়ান বিয়েলিক, ক্যালাম চেম্বার্স, ম্যাথিউ ডেবুচে, গ্যাব্রিয়েল, কাইরন গিবস, রব হোল্ডিং, পার মার্টেসকার, নাচো মনরিয়েল।

মিডফিল্ডার: সান্তি কাজোরলা, মোহাম্মদ এলনেনি, ফ্রান্সিস কোয়েলিন, আলেক্স অক্সালেড-চেম্বারলেইন, জেফ রিয়েনে-অ্যাডিলেড, ক্রিস উললক, জ্যাক উইলশেয়ার, গ্রাইন্ট জাকা, জিদিওন জেলালেম।

ফরোয়ার্ড: চুবা আকপোম, জোয়েল ক্যাম্পবেল, অ্যালেক্স আইয়োবি, থিও ওয়ালকট।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।