ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মেসি পরিবারের নতুন রেস্টুরেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মেসি পরিবারের নতুন রেস্টুরেন্ট

ঢাকা: আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির সহায়তায় তার ভাই রদ্রিগো মেসি একটি নতুন রেস্টুরেন্ট খুলেছেন। সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে মেসি পরিবারের নতুন এই রেস্টুরেন্টটি।

খুব কম খরচে ভালো মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে মেসিদের এই রেস্টুরেন্টটি। সকালের খাবার থেকে শুরু করে রাতের ডিনারও সেখানে করা যাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানায়, ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে এটি।

১ হাজার স্কয়ার মিটারে তৈরি মেসিদের এই রেস্টুরেন্টে রয়েছে আরও ১ হাজার স্কয়ার মিটারের বাগান। আর্জেন্টিনার রোজারিওতে এটি অবস্থিত। দেখভালের পুরো দায়িত্ব মেসির ভাইয়ের। রোজারিওর স্থানীয় বাসিন্দাদের জন্যই মূলত এটি খোলা হয়েছে। যেখানে মেসির পছন্দের খাবার গুলো পাওয়া যাবে।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলের উপর। বার্সার এই প্রাণভোমরা ছুটি কাটিয়ে ক্লাবে যোগ দিয়েছেন। লিগ মৌসুম শুরুর আগে এখন প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মেসিরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এডিশনের প্রস্তুতিমূলক প্রীতি ফুটবল ইভেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) অংশ নেবে লা লিগা চ্যাম্পিয়ন মেসি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।