চট্টগ্রাম থেকে: ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই।
জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে এমনই আভাস দিলেন দলটির অধিনায় ইয়াসিন খান। আর তাদের ঘুরে দাঁড়ানোর মূলশক্তি হিসেবে কাজ করবেন দলের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের এবং পুরাতন কোচ জোসেফ আফুসি।
শনিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম শারীরিক শিক্ষা মাঠে অনুশীলনের আগে ইয়াসিন খান জানান, ‘প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে চাই। দলের প্রেসিডেন্ট আমাদের খোঁজ রাখছেন। এছাড়া, আমাদের পুরোনা কোচও ফিরে এসেছেন। দলের প্রেসিডেন্ট এবং কোচ আমাদের শক্তির প্রধান জায়গা। কারণ তাদের থেকে আমরা সব সময় ভালো কিছু করার প্রেরণা পাই। ’
আর সতীর্থদের মধ্যে দলের মূলশক্তি হিসেবে বিদেশি খেলোয়াড় ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিংয়ের উপরে শতভাগ আস্থা রাখছেন শেখ জামাল অধিনায়ক, ‘আমাদের প্লাস পয়েন্ট হলো ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিং। ওদের কম্বিশেন খুবই ভালো। ওরা যদি মাঠে শতভাগ দিতে পারে তাহলে মাঠের লড়াইটা সহজ হবে। ’
তবে শেখ জামালের অধিনায়ক ওয়েডসনের কথা জানালেও নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে তিনি কলকাতার একটি ক্লাবে খেলতে যাচ্ছেন। এছাড়া, জ্বরের কারণে দলে নেই দুই জুনিয়র ফুটবলার রকি ও দীপু।
এদিকে প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আরামবাগকে মোটেও খাটো করে দেখছেন না ইয়াসিন। ফেডারেশন কাপে রানারআপ দলটির প্রতি শতভাগ সম্মান রাখছেন তিনি। তারপরেও জয় ভিন্ন ভাবতে চাইছে না কিছুই, ‘প্রথম ম্যাচে সবাই চাইবে ভালো কিছু দিয়ে শুরু করতে। আমরামবাগকে আমরা ছোট করে দেখছি না। আমরা নিজেরাও প্রস্তুতি নিচ্ছি সেরা কিছুর জন্য। এখন দেখি মাঠের লড়াইয়ে কী করতে পারি। ’
সব কিছু ঠিকঠাক থাকলে শেখ জামাল মাঠের সেরা পারফরমেন্স দিয়ে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারবে বলেও বিশ্বাস করেন ইয়াসিন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি