চট্টগ্রাম থেকে: সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফুটবলের কথা মনে আছে? কোয়ার্টার ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সেই আরামবাগই রোববার (২৪ জুলাই) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালকে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম শিরোপার দেখা পায় ২০১০-২০১১ মৌসুমে। এরপর মাঝে এক মৌসুম বাদে আবার টানা দুই মৌসুম লিগ শিরোপা ঘরে তোলে। ফলে দলটির সামনে হাতছানি থাকছে হ্যাটট্রিক শিরোপা জয়ের।
উদ্বোধনী ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ আন্ডারডগ আরামবাগ। তবে জামালের দলপতি ইয়াসিন আরামবাগকে আন্ডারডগ মানতে নারাজ বরং প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহের চোখেই দেখছেন তিনি।
আরামবাগকে সমীহের চোখে না দেখারও কোনো কারণ নেই। প্রথমত এই আরামবাগের কাছেই ফেডারেশন কাপে হেরে টুর্নামেন্ট ছাড়া হয়েছিল হলুদ জার্সিধারীরা। আর দ্বিতীয় কারণ হলো আরামবাগ ফেডারেশন কাপের রানারআপ দল।
ফলে প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
একথা ঠিক আরামবাগ এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি। ফেডারেশন কাপে রানারআপই ঘরোয়া ফুটবলের যে কোনো আসরে তাদের সর্বোচ্চ অর্জন। তাতে কী? মাঠের পারফরমেন্সের পাশাপাশি ফুটবলে জয় পরাজয় অনেকটাই ভাগ্যের উপরে নির্ভর করে। আর তাই যদি হয়, তাহলে ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগেও যে তারা রানারআপ হবে না তারই বা নিশ্চয়তা কী?
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি