চট্টগ্রাম: রোববার থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। প্রতিদিন বিকেল চারটায় এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে দুটি খেলা।
শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থ্যার (সিজেকেএস) উদ্যোগে বিপিএল উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, রোববার থেকে বিপিএল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে। ৩ আগস্ট পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামে লিগের প্রথম তিন রাউন্ডের ১৮টি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় দর্শক সমাগম করতে চট্টগ্রামের বিভিন্ন ফুটবল ক্লাব ও সংগঠনকে দৈনিক পাঁচ হাজার টিকেট বিনামূল্যে দেওয়া হবে।
সিটি মেয়র আরও বলেন, দুটি ম্যাচের মাঝে বিরতির সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানসহ দুটি খেলাই ৬০ টাকার একটি টিকিটে উপভোগ করতে পারবেন দর্শক।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন নিয়ে চট্টগ্রামে ব্যাপক সাড়া পড়েছিল। বিপিএলে যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে চট্টগ্রাম আরও বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে সাহস পাবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
টিএইচ/টিসি