ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেন রাজধানীতে ফিরে তার ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করবেন তিনি।

আগামী ২০১৮ সালে লস ব্লাঙ্কদের সঙ্গে পর্তুগিজ অধিনায়কের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি আছে। তবে পর্তুগালকে ইউরো ২০১৬ জেতানোর পর রিয়ালের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে প্রস্তুত সিআর সেভেন খ্যাত এ তারকা।

রোনালদো বলেন, ‘আমি ফোনে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজের সঙ্গে কথা বলেছি। আর মাদ্রিদে ফিরে এসে নতুন চুক্তির ব্যাপারে তার সঙ্গে আলোচনা করবো। অবশ্যই আমি এটা চাই। ’

৩১ বছর বয়সী রোনালদো ২০১৫-১৬ মৌসুমে রিয়ালের হয়ে ৫১টি গোল করেছেন। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার পা থেকে এসেছে তিনটি গোল। তিনি আরও জানান, গত মৌসুম তার ক্যারিয়ারের সেরা মৌসুম ছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার বলেন, ‘এটি ছিল আমার ক্যারিয়ারের সেরা একটি মৌসুম। আমি দুটি বড় শিরোপা জিতেছি। একটি আমার ক্লাব ও আরেকটি দেশের হয়ে। যা ছিল দুর্দান্ত। ’

তিনি আরও যোগ করেন, ‘রিয়ালের হয়ে আনডেসিমা (১১তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ) জেতাটা ছিল আবেগময়। এই শিরোপাটি আসলে অসাধারণ একটি প্রাপ্তি। ম্যানইউ’র হয়ে আমি প্রথমবার জিতেছিলাম। আর রিয়ালের হয়েও জিতেছি। ’

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।