ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর হাতেই মানায় ব্যালন ডি অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
রোনালদোর হাতেই মানায় ব্যালন ডি অর

ঢাকা: পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জিতবেন এবারের ব্যালন ডি অর। এমনটি জানালেন রোনালদোর রিয়াল সতীর্থ স্পেনের উইঙ্গার লুকাস ভাজকুয়েজ।

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দলের অধিনায়ক ছিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো। ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইউসেবিও-ফিগোর উত্তরসূরিরা। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের জার্সিতে অসাধারণ সাফল্যে রোনালদোকে সবার উপরেই রাখছেন ভাজকুয়েজ।

পর্তুগিজ অধিনায়ক চতুর্থবারের মতো ফিফা বর্ষসেরার স্বীকৃতি ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন বলেই বিশ্বাস ২৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকার। তিনি জানান, ‘আমি বিশ্বাস করি রোনালদোর হাতেই এবারের ব্যালন ডি অর উঠবে। তার হাতেই মানায় এটা। আর এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিৎ নয়। যে কারো থেকেই রোনালদো তা পাওয়ার যোগ্য। আমি আশা করছি তার হাতে এই পুরস্কার দেখতে পাবো। ’

গত মৌসুমে রিয়ালের আর পর্তুগালের মূল শক্তি ছিলেন রোনালদো। এ বছর দু’দলই ইউরোপিয়ান সাফল্যের উল্লাসে মাতে। ফ্রান্সের মাটিতে ঐতিহাসিক ইউরো জয়ের আগে গ্যালাকটিকোদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরেন সিআর সেভেন। রোনালদোর নেতৃত্বে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ নেয় পর্তুগিজরা।

আগামী বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড দেওয়া হবে। তবে এরই মধ্যে রোনালদোর হাতেই বর্ষসেরার ট্রফি দেখছেন ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাবেক ও বর্তমান ফুটবল তারকারাও।

আর্জেন্টিনার হয়ে শতবর্ষী কোপা আমেরিকা মিশনে আবারো ব্যর্থ হওয়া লিওনেল মেসির সম্ভাবনা দেখছেন না কেউই! বার্সেলোনা সতীর্থ নেইমারও এগিয়ে রাখছেন রোনালদোকেই।

রোনালদো সত্যিকারের নেতৃত্বে দেখিয়েছে এবং তিনিই ব্যালন ডি’অর জিতবেন বলে আশা প্রকাশ করে ভাজকুয়েজ আরও যোগ করেন, ‘রোনালদোর পাশে খেললে সব সময় মাঠের কাজটা সহজ হয়ে যায়। আপনি যদি তাকে একটি খারাপ পাসও দেন, সে ঠিকই স্কোর আদায় করে নেবে। মাঠে সে যা করে সেটা সত্যিই অবিশ্বাস্য। ’

২০১৫-১৬ মৌসুমে রোনালদো ৩৬ লা লিগা ম্যাচ খেলে গোল করেছেন ৩৫টি। দলকে শেষ সময়ে শিরোপা জেতার দাঁড়প্রান্তে নিয়ে গেলেও বার্সার কাছে মাত্র এক পয়েন্টের জন্য শিরোপা হারতে হয় রোনালদোর দলকে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।