চট্টগ্রাম থেকে: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। আর এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে।
রোববার (২৪ জুলাই) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলতে নেমে দাপুটে খেলা উপহার দিতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির আক্রমণ ভাগের ফুটবলারদের পারফর্মে কোনঠাসা হয়ে পড়ে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।
প্রথমার্ধের ১৭ মিনিটে জামালের খেলোয়াড়রা বেশ সংঘবদ্ধ একটি আক্রমণ রচনা করে এগিয়ে যায় আরামবাগ সীমানায়। সেখানে গিয়ে ডি-বক্স সীমানার বাঁ-দিক থেকে রাকিব এগিয়ে দেন বল। আর রাকিবের পাস থেকে ডান পায়ের জোড়ালো প্লেসিং শটে দলকে ১-০ তে এগিয়ে দেন এমেকা।
শুরতেই পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে আরামবাগ। সেই লক্ষ্যে ৩৮ মিনিটে শেখ জামালের ডি-বক্স সীমানায় গিয়েছিলেন দলের নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্টার একন। শটও নিয়েছিলেন, কিন্তু বল চলে যায় গোলবারের বাইরে দিয়ে।
৪৪ মিনিটের মাথায় আরামবাগের পেনাল্টি বক্স সীমানার ভেতরের জটলা থেকে ল্যান্ডিং প্লেসিং শটে চেয়েছিলেন জালে বল জড়াতে। কিন্তু তার শটটি গোলপোষ্টের উপর দিয়ে গেলে ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ হয় কোচ জোসেফ আফুসির শিষ্যরা।
সমতায় ফিরতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বেশ কয়েকটি আক্রমণ চালায় আরামবাগ। কিন্তু তার কোনোটিতে সফল না হলে শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে মাঝমাঠ থেকে আরামবাগ ডিফেন্ডার মনসুর আমিনের বেশ দৃষ্টিনন্দন একটি শট শেখ জামালের গোলবার থেকে ফিরে আসলে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরা হয়নি মিতুল হাসানদের। এর ঠিক এক মিনিট পরে শেখ জামালের মিডফিল্ডার এনামুলের ক্রস থেকে আসা বল এমেকা হেড করলে বল গোলপোষ্টের উপর দিয়ে চলে যায়। ফলে ব্যবধান দ্বিগুণ করতে আবারো ব্যর্থ হয় হলুদ জার্সিধারীরা। ৭৪ মিনিটে আরামবাগ স্ট্রাইকার জাফর প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে শেষদিকে সাফল্য ধরা দেয় আরামবাগ শিবিরে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মঞ্জুরের ক্রসে আব্দুল্লাহর প্লেসিং শটে সমতায় ফেরে আরামবাগ ক্রীড়া সংঘ। সমতায় ফেরার পর মাঠে আরামবাগ ডিফেন্ডার ইসা ইউসুফ ও শেখ জামাল ফরোয়ার্ড এমেকার মধ্যে ধাক্কাধাক্কি হলে দু’জনই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকেই।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি
** মাঠে গড়ালো নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ