ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

আত্মবিশ্বাসই জিতিয়েছে উত্তর বারিধারাকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
আত্মবিশ্বাসই জিতিয়েছে উত্তর বারিধারাকে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে উত্তর বারিধারা ক্লাব।

এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে ঐতিহাসিক জয়।

দেশের ঘরোয়া ফুটবলে এটিই শেখ রাসেলের বিপক্ষে উত্তর বারিধারার প্রথম জয়। শুধু শেধ রাসেলই নয়, যেকোনো বড় দলের বিপক্ষে তাদের প্রথম জয়।
 
আর লিগে এমন বড় জয় পেতে উত্তর বারিধারার খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে মূল কারণ হিসেবে মনে করছেন কোচ রাশেদ আহমেদ পাপ্পু।

‘ছেলেদের আত্মবিশ্বাস ছিল বলেই জিততে পেরেছি। এই ম্যাচে আমরা এমন কিছু করবো এমন ভবনা আগেই ছিল। আশা করছি দলের এমন আত্নবিশ্বাস সামনের ম্যাচগুলোতে ধরে রেখে আমরা আরও চমক দিব। ’
 
রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি এমনটি জানান।    
 
শেখ রাসেলের মূল খেলোয়াড়েরা ছিল না বলেই জিতেছেন বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে উত্তর বারিধারার অধিনায়ক সোহেল রানা বলেন, শেখ রাসেলের তুলনায় আমাদের দলে বিদেশি খেলোয়াড় কম। আমাদের স্থানীয় খেলোয়াররা এই ম্যাচে অনেক ভালো খেলেছে। আমরা যদি এক থাকি তাহলে আশা করি সামনে আরো ভালো কিছু করব।
 
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এইচএল/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।