ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বাতিল ম্যানচেস্টার ডার্বি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
বাতিল ম্যানচেস্টার ডার্বি ম্যাচ ছবি:সংগৃহীত

ঢাকা: বাজে আবহাওয়ার কারণে বাতিল করা হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ডার্বি ম্যাচটি। চীনের রাজধানী বেইজিংয়ে প্রাক-মৌসুমের ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই ইংলিশ জায়ান্টের।

তবে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি খেলা হচ্ছে না।

 

এ ম্যাচের মাধ্যমে দ্বিতীয়বার কোন ক্লাবের হয়ে কোচ হিসেবে মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানইউ’র হোসে মরিনহো ও ম্যানসিটির পেপ গার্দিওলার। এ মৌসুমেই তারা নগরপ্রতিদ্বন্দ্বী দলদুটিতে কোচ হয়ে এসেছেন। এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো আর বার্সেলোনার বস ছিলেন গার্দিওলা।

 

এ ম্যাচ না খেলা প্রসঙ্গে রেড ডেভিলসদের এক টুইট বার্তায় বলা হয়, ‘খারাপ আবহাওয়ার কারণে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আজকের ম্যাচটি বাতিল করা হলো। ’ এদিকে বেইজিংকে দুর্ভাগা বলেছেন মরিনহো। তিনি জানান, মাঠের অবস্থা খুবই খারাপ। তবে ম্যাচে হারি বা জিতি খেলাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

দু’দলই এর পর মূল মৌসুম শুরুর আগে সুইডেনের গ্রথেনবার্গে সফর করবে। যেখানে ম্যানইউ ৩০ জুলাই লড়বে গ্যালাতাসেরয়ের বিপক্ষে। আর ৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে সিটি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।