ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

এখনই কোচ হওয়ার প্রক্রিয়ায় রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এখনই কোচ হওয়ার প্রক্রিয়ায় রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: খেলোয়াড়ী জীবন শেষে ফুটবলেই থাকতে চান ওয়েইন রুনি। কোচ হওয়ার স্বপ্ন দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ অধিনায়ক।

লক্ষ্য পূরণে কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড।

২০০২ সালে এভারটনের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে রুনির। দু’বছর পর যোগ দেন ম্যানইউতে। এখন ক্লাব ক্যারিয়ারের ৬০০টি ম্যাচের দ্বারপ্রান্তে তিনি। ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে চান রুনি। বুটজোড়া তুলে নেওয়ার পর ভক্তদের কাছে কোচিং মিশনে নামার ইচ্ছাই ব্যক্ত করেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতীর্থ অ্যাশলি ইয়াংয়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে রুনি বলেন, ‘খেলোয়াড়ী জীবন শেষে আমি কোচ হতে চাই। গোটা জীবনই তো ফুটবলে কাটিয়েছি। বর্তমানে কোচিং ব্যাজ গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছি। আমি আশাবাদী, অবসরের পর তা সম্পন্ন করতে পারবো। ’

এদিকে, নতুন কোচ হোসে মরিনহোর অধীনে রেড ডেভিলসদের প্রাক মৌসুম প্রস্তুতিটা মোটেই ভালো হয়নি। চীনে প্রীতি ক্লাব প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের প্রথম ম্যাচেই বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হারের লজ্জায় ডোবে ইংলিশ জায়ান্টরা। সবশেষ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটির বিপক্ষে ডার্বি ম্যাচটি আবহাওয়াজনিত কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।