ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ভাগ্যকে দুষলেন জোসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ভাগ্যকে দুষলেন জোসি ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ‘আমরা এই ম্যাচে জেতার জন্যই চেষ্টা করেছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা গোল করার চেষ্টা করেছি।

তবে খেলায় ভাগ্য বলে একটি কথা আছে। সেই ভাগ্য আজ সাথে থাকলে আমরা ম্যাচ জিততে পারতাম। আজকে অনেকগুলো সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। এছাড়া আমার অনেক খেলোয়াড়ই অনভিজ্ঞ। চট্টগ্রামের এই মাঠে খেলার অভিজ্ঞতা তাদের কম। তরুণ এবং অভিজ্ঞর সংমিশ্রণ আমার দলে যারা আছে আশা করি তারা সামনের ম্যাচে ভালো খেলবে। ’ বলছিলেন মোহামেডান স্পোটিংয়ের কোচ জসিমউদ্দিন জোসি।
 
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ১-১ গোলে সমতার পর সংবাদ সম্মেলনে তিনি এভাবেই দলের অবস্থান তুলে ধরেন।

রহমতগঞ্জের বিপক্ষে এই ম্যাচে স্বরূপে খুঁজে পাওয়া যায়নি মোহামেডানকে। দলটির পাসিং ও ফিনিসিং দৈন্যতা ছিল চোখে পড়ার মত। সঙ্গত কারণেই প্রথমার্ধের খেলায় রহমতগঞ্জের সুরক্ষিত রক্ষণদুর্গে একবারও ফাঁটল ধরাতে পারেনি।

শুধু পাসিং ও ফিনিশিংই কেন প্রথমার্ধের খেলায় সাদা কালো শিবিরদের রক্ষণদুর্গের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। আর সেই সুযোগ কাজে লাগিয়েই গোল তুলে নেয় রহমতগঞ্জ।

এ বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করে জোসি বললেন, ‘পাসিং, ফিনিশিং ও সিদ্ধান্ত গ্রহণে আমার প্লেয়ারদের বেশ কিছু ভুল চোখে পড়েছে। যেখান থেকে বল গোলে শট নেয়া দরকার ছিল সেটা না করে পাস দেয়ার চেষ্টা করেছে। ব্যাকআপ ও মিডফিল্ডারদের রানিং ভালোছিল না। ’

এর বাইরে এই ম্যাচে সমতার আরেকটি কারণ দেখালেন মোহামেডান কোচ। আর সেটি হলো ঘাসের মাঠে খেলার অনভ্যস্ততা, ‘অনেকদিন পর আমরা ঘাসে খেলার সুযোগ পেয়েছি। ঢাকার মাঠে টার্ফে খেলতে খেলতে ঘাসের মাঠের সাথে মানিয়ে নেয়ার সুযোগ কম ছিল। চিটাগংয়ে আসার পর মাত্র দু’দিন ঘাসের মাঠে প্রস্ততির সুযোগ পেয়েছি। ’
 
তবে এই ম্যাচে হয়ে যাওয়া ভুলগুলো তার শিষ্যরা পরের ম্যাচেই কাটিয়ে উঠবে বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন জসিমউদ্দিন জোসি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।