ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

সমতায় খুশি নন মামুনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
সমতায় খুশি নন মামুনুল

চট্টগ্রাম থেকে: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। তবে দলের এই ফলাফলে খুশি নন অধিনায়ক মামুনুল ইসলাম।

তিনি খুশি হতেন যদি তার দল এই ম্যাচ সমতায় শেষ না করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।

সোমবার (২৫ জুলাই) রাতে এমএ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
এসময় তিনি বলেন, ম্যাচ শেষে এক পয়েন্ট পেয়েছি, যা আমাদের জন্য পর্যাপ্ত নয়। তিন পয়েন্ট পেলে ভালো হতো। চ্যাম্পিয়নশিপের জন্য সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণও ছিল। পরের চার-পাঁচটা ম্যাচও আমাদের জন্য বড়। আর বড় ম্যাচগুলোতে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। হোম গ্রাউন্ডে আমাদের আরও দুটি ম্যাচ আছে যেখানে আমাদের জিততে হবে। কারণ ৬ পয়েন্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব।
 
ঢাকা আবাহনীর বিপক্ষে প্রথমার্ধের প্রথম ২০ মিনিট চট্টগ্রাম আবাহনী অনেকটাই নিষ্প্রভ ছিল। দলের ফিনিশিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যা প্রথমার্ধে দলটিকে অনেকটাই পেছনে ঠেলে দেয়। তবে গোল হজমের পর স্বাগতিক চট্টগ্রাম শিবির ঘুরে দাঁড়িয়েছে বলে বিশ্বাস করেন এই স্বাগতিক অধিনায়ক, ‘প্রথম ২০ মিনিট আমাদের সুযোগ ছিল। সেখানে সুযোগ কাজে লাগালে আমাদের খেলায় আরও গতি আসতো। তবে গোল খাওয়ার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। প্রথমার্ধে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। সেটা করতে পারলে আমরাই জিততে পারতাম। ’

মামুনুল বিশ্বাস করেন স্বাগতিক হিসেবে তারা প্রত্যাশানুযায়ী খেলতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে যে বদলে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে দেখা গেছে সেটা সম্ভব হয়েছে সমর্থকদের জন্য।   মামুনুল যোগ করেন, ‘আমরা স্বাগতিক হয়েও প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে সমর্থকদের কারণে আমরা খেলায় ফিরেছি। আমি মনে করি আমাদের ফিনিশিংয়ে আরও কাজ করতে হবে। কেননা গোল করতে না পারলে লিগে চ্যাম্পিয়নশিপ অর্জন করা কঠিন হয়ে দাঁড়াবে। লিগ অনেক লম্বা। এখানে ড্র না, দরকার হলো জয়। ’

তবে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে মামুনুলরা চাইছে পরের  ম্যাচেই কাঙ্খিত জয় তুলে আনতে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।