ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

টটেনহামের বিপক্ষে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
টটেনহামের বিপক্ষে জুভেন্টাসের জয়

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে এবার আর ভুল করেনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইংলিশ প্রিমিয়ারে গত মৌসুমে চমক দেখানো টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জুভিরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড নেয় ইতালিয়ানরা। লিওনেল মেসির উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী পাওলো দিবালার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের ১৪ মিনিটে দলের আরেক তারকা মরোক্কোর ২৯ বছর বয়সী ডিফেন্ডার বেনেশিয়া জুভিদের ব্যবধান বাড়াতে গোল করেন। প্রথমার্ধে ২-০ গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেন এরিক লামেলা। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের গোলের পর আর কেউ টটেনহামের হয়ে জুভিদের জালে বল জড়াতে পারেননি। ফলে, ২-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ দলটিকে।

এর আগে স্বাগতিক মেলবোর্নের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আর সে ম্যাচে বেশ বড় লজ্জাই পায় জুভিরা। পেনাল্টি শুটআউটে মেলবোর্ন ভিক্টরি ৪-৩ ব্যবধানে হারিয়ে দেয় পাওলো দিবালা, বেনেশিয়া, মরেনো, সান্দ্রোদের জুভেন্টাসকে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।