ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে বায়ার্নকে হারিয়ে দিল মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
টাইব্রেকারে বায়ার্নকে হারিয়ে দিল মিলান ছবি:সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বর্তমানে ব্যস্ত বিশ্বের সেরা ক্লাবগুলো। এরই সুযোগে এক দেশের ক্লাবের সঙ্গে মুখোমুখি হচ্ছে আরেক দেশের ক্লাব।

আর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান ক্লাব এসি মিলানের মধ্যেকার লড়াইয়ে গোলের বন্যার পর পেনাল্টিতে জয় হয় মিলানেরই। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় ইতালিয়ানরা।

শিকাগোর সোলজার ফিল্ডে বৃহস্পতিবার (২৮ জুলাই) ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় দুই দেশের দুই জায়ান্ট দল। তবে প্রীতি ম্যাচ তাই দু’দলেই ছিলেন না নিয়মিত বেশ কয়েকজন তারকা ফুটবলার। কিন্তু ম্যাচে এর প্রভাব ফেলতে দেয়নি কোন দলই।

বায়ার্নের হয়ে ফ্রাঙ্ক রিবেরি শেষ দিকে জোড়া গোল পূর্ণ করলে ম্যাচেটি টাইব্রেকারে নিয়ে যান। এর আগে মিলানের হয়ে একটি করে গোল করেন এম’বায়ে নিয়াঙ্গ, আন্দ্রেয়া বার্টোলাচি ও জুরাজ কুচকা। মাঝে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে আরও একটি গোল করেন ডেভিড আলবা।

ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হওয়ায় রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান। আর পেনাল্টি শুটে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।