ঢাকা: বার্সেলোনার সঙ্গে আরও তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছে জাভিয়ার মাশ্চেরানো। যদিও গত মৌসুম শেষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল আর্জেন্টাইন এ মিডফিল্ডারের।
৩২ বছর বয়সী মাশ্চেরানো ২০১০ সালে লিভারপুল ছেড়ে ক্যাম্প ন্যু’তে যোগ দেন। আর তখন থেকেই দলের নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে আস্থা অর্জন করেন তিনি। সর্বশেষ দলের প্রধান কোচ লুইস এনরিক তাকে ‘ভাইটাল প্লেয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে ভ্যালেন্সিয়া থেকে ৪১.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আন্দ্রে গোমেজকে দলে ভিড়িয়েছে বার্সা।
মাশ্চেরানোর সঙ্গে চুক্তির প্রসঙ্গে কাতালান ক্লাবটির ডিরেক্টর রবার্ট সোলের বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছেছি আর মাশ্চেরানো বার্সেলোনায় আগামী তিন বছর খেলবে। তাকে রাখতে পেরে আমরা দারুণ খুশি। ’
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৬
এমএমএস