ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়লো ন্যাসিওনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ইতিহাস গড়লো ন্যাসিওনাল ছবি: সংগৃহীত

ঢাকা: সাত বছর পর ব্রাজিল-আর্জেন্টিনার কোনো ক্লাবের হাতে মযার্দাপূর্ণ টুর্নামেন্টটির ট্রফি উঠলো না। লাতিন আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে কলম্বিয়ার অ্যাতলেতিকো ন্যাসিওনাল।

ইকুয়েডরের ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভ্যালিকে শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগে ১-০ (২-১ অ্যাগ্রিগেট) ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগায় অখ্যাত এ ক্লাবটি।

অন্যদিকে, নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সুযোগটি হাতছাড়া করেছে ইন্ডিপেন্ডিয়েন্তে। এর আগে তাদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান জায়ান্ট সাও পাওলোকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ন্যাসিওনাল। আর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বোকা জুনিয়র্সকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখে ইন্ডিপেন্ডিয়েন্তে।

হোম ভেন্যুতে খেলা শুরু আট মিনিটের মাথায় ন্যাসিওনালকে লিড এনে দেন ২৩ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার মিগুয়েল বোর্জা। এই এক গোলের ম্যাচের নিষ্পত্তি ঘটে। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উল্লাসে মাতে ফ্যালকাও-রদ্রিগেজের স্বদেশীরা।

দীর্ঘ ২৭ বছর অপেক্ষার অবসান টেনে কোপা লিবার্তাদোরেসের শিরোপার দেখা পেল অপরাজিত চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো ন্যাসিওল। এই ইভেন্টে তারা প্রথম ট্রফি জিতেছিল ১৯৮৯ সালে।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার সাও পাওলোর আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার জোনাথন কালেরি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানও আর্জেন্টাইনদের দখলে। রোসারিও সেন্ট্রালের মার্কো রুবেন ও মেক্সিকান ক্লাব ইউন্যামের ভিক্টর ইসমাইল সোসা দু’জনই আটবার প্রতিপক্ষের জালে বল জড়ান।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।