ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দাপুটে ফুটবলে মোহামেডানকে হারালো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
দাপুটে ফুটবলে মোহামেডানকে হারালো চট্টগ্রাম আবাহনী ছবি: সোহেল সরোয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রুবেল মিয়ার জোড়া গোলে ভর করে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। দাপুটে ফুটবল খেলেই মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল চট্টগ্রাম আবাহনী।

 

রুবেল দুটি গোল করলেও একটি করে স্বাগতিকদের হয়ে গোল করেন লিওনেল সেইন্ট প্রিয়াক্স ও জাহিদ হোসেন। মোহামেডানের হয়ে গোলের দেখা পান আমিনুর রহমান সজীব ও আবদুল মালেক।

এমএ আজিজ স্টেডিয়ামে নিজেদের দর্শকদের দেখে ম্যাচের প্রথম থেকেই যেন মুচকি হেসেছিল জোসেফ পাভলিকের শিষ্যরা। দলের প্রথম ও তৃতীয় গোলটি করেছেন রুবেল। এর বাইরে পেনাল্টি থেকে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল আর চতুর্থ গোলটি করেন জাহিদ হোসেন।

ম্যাচের ৪২ মিনিটে রুবেল মিয়ার গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। দ্বিতীয় গোল পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডানের গোলরক্ষকের অবৈধ বাধায় আটকে যান লিওনেল। পেনাল্টির সুযোগ থেকে গোলও করেন তিনি (২-০)।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল হয়। তার দুটি চট্টগ্রাম আবাহনীর আর দুটি ঢাকা মোহামেডানের।

৫২ মিনিটে মোহামেডান বক্সের সামনে বল পেয়ে ২০ গজ দূর থেকেই ডান পায়ে জোরালো শট নেন রুবেল। গোলবারে বল আলতো চুমু দিয়ে জালে জড়ায় (৩-০)।

৩-০ গোলে এগিয়ে থেকে নিশ্চিত জয় ভেবেই কিছুটা ঢিলেমি করতে থাকে স্বাগতিকরা। আর সে সুযোগে জমিস উদ্দিন জোসির শিষ্যরা স্কোরের ব্যবধান কমায়। ৭৫তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মোহামেডান ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। স্বাগতিকদের ডি-বক্সের ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে মোহামেডানের প্রথম গোলটি করেন তিনি।

তবে, গোল হজমের পর যেন নিজিদের আবারো সতর্ক করে ফেলেন মামুনুল ইসলামের সর্তীথরা। মোহামেডানের ম্যাচে ফেরার আশা শেষ করে দিতে রুবেলের বদলি হিসেবে নামা জাহিদ হোসেন গোল করেন (৪-১)। ৮৯তম মিনিটে স্বাগতিকদের চতুর্থ ও শেষ গোলটি আসে।

যোগ করা সময়ে মোহামেডানের হয়ে ব্যবধান কমান বদলি নামা মালেক (৪-২)।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করে মোহামেডান। অন্যদিকে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে ড্র দিয়ে লিগ শুরু করে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে জুয়েল রানার একমাত্র গোলে ফেনী সকারকে হারিয়েছে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।