ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

‘বুড়ো’ ইব্রার অভিষেকের অপেক্ষায় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
‘বুড়ো’ ইব্রার অভিষেকের অপেক্ষায় সমর্থকরা জ্লাতান ইব্রাহিমোভিচ-ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডে জ্লাতান ইব্রাহিমোভিচের অভিষেকটা দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। এমনটি জানিয়েছেন ৩৪ বছর বয়সী ইব্রা নিজেই।

প্রাক-মৌসুমের ম্যাচে নিজ দেশ সুইডেনে গ্যালাতাসেরয়ের বিপক্ষে ম্যানইউ’র হয়ে প্রথম ম্যাচ খেলবেন তিনি।

বর্তমান দল বদলের বাজারে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ফুটবলারদের তালিকায় অন্যতম ছিলেন ইব্রা। ফ্রি-ট্রান্সফার হিসেবে থাকা তারকা এ স্ট্রাইকার ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই থেকে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানইউতে যোগ দেন।

ইব্রা অবশ্য রেড ডেভিলসদের প্রাক-মৌসুমের প্রথম ট্রিপে অনুপস্থিত ছিলেন। যেখানে চীনে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হোসে মরিনহোর শিষ্যরা ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলা হয়নি। রোববার (৩১ জুলাই) তার্কিশ জায়ান্ট গালাতাসেরয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি।

ইব্রা জানান, ‘সমর্থকরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। এ নিয়ে প্রচুর কথা হচ্ছে। আর দেশের মাটিতে আমার অভিষেকের আনন্দটা ভিন্ন আর দুর্দান্ত হবে। আশা করি আমরা ম্যাচেও ভালো খেলবো। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।