ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এখনও চুক্তি হয়নি পগবার সঙ্গে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এখনও চুক্তি হয়নি পগবার সঙ্গে পল পগবা-ছবি:সংগৃহীত

ঢাকা: পল পগবাকে নিয়ে মিডিয়ার গুঞ্জন চলছেই। অথচ ফ্রান্স মিডফিল্ডারের অ্যাজেন্ট মিনো রাইওলা জানিয়েছেন, এখন পর্যন্ত তারকা এ ফুটবলারকে দলে টানতে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মাঝে কোনো রকম চুক্তিই হয়নি।

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস পগবাকে ছাড়তে ট্রান্সফার ফি বাবদ ১১০ মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে। যেটি শেষ পর্যন্ত সত্যি হলে হবে দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড। আর এই রেকর্ডেই নাকি ২৩ বছর বয়সী এ তারকাকে দলে নিতে প্রস্তুত ম্যানইউ।

পগবা এক সময় এই রেড ডেভিলসেই নিজের ক্লাব ক্যারিয়ার শুরু করেন। ওল্ড ট্রাফোর্ডেই এখন আবার ফেরত আসতে চাচ্ছেন তিনি! গুঞ্জন উঠেছে তাকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও মাঠে নেমেছে।

এদিকে মিডিয়ার সমালোচনা করে রাইওলা জানান, ‘দুই ক্লাবের মধ্যে এখন পর্যন্ত কোনো চুক্তিই হয়নি। এটা ইতালি ও যুক্তরাজ্য প্রেসগুলোর মধ্যে একরকম প্রতিযোগিতা চলছে, পগবার বিষয়ে কে প্রথম ঘোষণা দিতে পারে। তাকে নিয়ে এমন প্রতিযোগিতায় মিডিয়া আসলে প্রমাণ করছে কে কতোটা খারাপ। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।